প্রকাশিত: Tue, Jan 3, 2023 3:27 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:26 PM

পক্ষপাতিত্বকে প্রশয় দিবে না কমিশন: ইসি হাবিব

এম এম লিংকন: চরম অনিয়মের কারণে বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ইলেকশন কমিশন কোনো প্রকার অনিয়ম, পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতাকে প্রশয় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব। মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আহসান হাবীব। 

ইসি হাবীব বলেন, ভবিষ্যতেও কোন নির্বাচনে এমন হতে দিবো না। জাতির সামনে একটি সুন্দর ইলেকশন উপহার দেয়ার প্রচেষ্টা বর্তমান কমিশন চালিয়ে যাচ্ছে। যেটার প্রতিফলন হয়েছিল গাইবান্ধা ইলেকশনে। এটা আবার ইলেকশন হতে যাচ্ছে। আমাদের কাছে কোনো ছাড় নাই।

অনিয়মের কারণে গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপ- নির্বাচন বন্ধ ঘোষণা করে ইসি। পরে ৪ জানুয়ারী এ আসনে ভোটের নতুন তারিখ ঘোষণা করে কমিশন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব